৩১ অক্টোবর ২০২৫

চীনে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৬

বাংলাধারা ডেস্ক »

চীনের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে।রোববার (২৯ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

চীনের জিয়াংশু প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে খবরে জানা যায়। যাত্রীবাহী বাসটিতে ৬৯ জন যাত্রী ছিলেন। এটিই ছিল বাসটির সর্বোচ্চ ধারণক্ষমতা। এ ঘটনায় ৩৬ জন নিহতের পাশাপাশি ৯ জন গুরুতর আহত হয়েছেন। সামান্য আঘাত পেয়েছেন আরও ২৬ জন যাত্রী।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বাসের সামনের দিকের বাম চাকায় ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজ পরিচালনার জন্য আট ঘণ্টা বন্ধ ছিল চ্যাংচুন-শেনঝেন মহাসড়ক। পরে এটি যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা চীনে সাধারণ ঘটনায় রূপ নিয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, শুধুমাত্র ২০১৫ সালেই দেশটিতে ৫৮ হাজার লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানোর ফলে সৃষ্ট দুর্ঘটনায় অধিকাংশের প্রাণ গেছে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন