২৬ অক্টোবর ২০২৫

চুনতিতে অসহায়দের খাদ্যসামগ্রী দিলেন এমপি ওয়াসিকা আয়েশা

লোহাগাড়া প্রতিনিধি »  

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খাঁন এমপি’র ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে কর্মহীন হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে।

রবিবার (১৭ মে) বিকেলে চুনতিস্থ তাঁর বাসভবন পুরবী হাউস মাঠে প্রথম ধাপে চুনতি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ৬৫ কর্মহীন হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।পর্যায়ক্রমে চুনতি ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ছোলা, তৈল, চিনি, পেঁয়াজ, ও ডাল।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পল্টু, সাধারণ সম্পাদক জানে আলম সওদাগর, চুনতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, চুনতি ইউপি’র ৫ নং ওয়ার্ড সদস্য সাজিদুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম, সমাজসেবক ইসলাম সওদাগর প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন