লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ১৯ দিনব্যাপী ৫০ তম সীরাতুন্নবী (সাঃ) মাহফিলের ১৬ তম দিবসে শেষ জুমার নামাজ আদায় করতে হাজারো মুসল্লিদের ঢল নেমেছে।শুক্রবার (১৩ নভেম্বর) সীরাত ময়দানে দুপুর ২ টায় বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়।এতে দেশের জেলা-উপজেলার শাহ সাহেব কেবলার হাজারো বক্তগণ অংশগ্রহণ করেন।
এদিন সকাল থেকেই শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সকলেই হাতে হাতে জায়নামাজ নিয়ে সমবেত হতে থাকেন।এসময় সীরাত ময়দানে অবস্থিত মসজিদে বায়তুল্লাহ ও ১৩ একর বিশিষ্ট সীরাত ময়দানে মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।
এরআগে, মাহফিলের নিয়মানুসারে সকাল থেকে আগত মুসল্লিদের বিশাল পেন্ডেলে তবরুক খাওয়ানো হয়।এরপর পরই জুমার নামাজ অনুষ্টিত হয়।
জানা যায়, ঐতিহাসিক এই মাহফিলের প্রতিষ্টাতা ছিলেন অলিকুল শিরোমণি হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রঃআঃ) প্রকাশ শাহ সাহেব কেবলা।এটি প্রতিবছর ১১ রবিউল আউয়াল শুরু হয়ে আখেরিতে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ২৯ রবিউল আউয়াল।প্রতিবছরের ন্যায় এবারও গত ২৯ অক্টোবর শুরু হয় এবং সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে দেশ ও জাতীর শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
বাংলাধারা/এফএস/এআর













