২৮ অক্টোবর ২০২৫

‘চুনতি ব্লাড ব্যাংক’র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রক্তদাতা ও গ্রহীতাদের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন চুনতি ব্লাড ব্যাংকের উদ্যোগে ঈদ পুণর্মিলনী ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে চুনতি বাজারস্থ স্থায়ী অফিসের সামনে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

চুনতি ব্লাড ব্যাংকের এডমিন জোবাইরুল হকের সভাপতিত্বে ও এডমিন ওমর ফারুকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা এম.ইব্রাহিম কবির, অ্যাডভোকেট ইমতিয়াজ হোসাইন টিটু, জমির উদ্দিন বাবর, আবুল ফয়েজ, শোয়াইবুল ইসলাম, মোহাম্মদ সাঈদ, শফিউল আজিম জুয়েল প্রমুখ।

এছাড়াও এডমিন, মডারেটর, কার্যকরী সদস্যসহ কার্যকরী সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত বক্তারা বলেন, চুনতি ব্লাড ব্যাংকের কর্মীরা প্রতিষ্ঠার পর থেকেই লোভ-লালসার বাইরে গিয়ে স্বেচ্ছায় রক্তদান করে আসছেন। তারা প্রতিনিয়ত মুমূর্ষু, ডেলিভারি, থেলাসোমিয়া ইত্যাদি রোগের রোগীদের চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রক্তদান করে সুনাম অর্জন করেছে। ভবিষ্যতেও মানবিক দৃষ্টিকোণ থেকে স্বেচ্ছায় রক্তদান করবে এমনটাই প্রত্যাশা করেন বক্তারা।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন