২৩ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গা যাচ্ছে চট্টগ্রাম অনূর্ধ্ব-১৬, প্রস্তুতি ক্যাম্প শেষ ২০ এপ্রিল

বিসিবি ইয়ং টাইগার্স কাপ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অনুর্ধ ১৬ দল গঠনের লক্ষ্যে চলছে ১০ দিনের নিবিড় স্কিল ক্যাম্প। আগামী ২০ এপ্রিল সাগরিকা বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে ক্যাম্পটির সমাপ্তি হবে। এতে অংশ নিচ্ছে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার নির্বাচিত ২০ জন প্রতিভাবান ক্রিকেটার, যাদের মধ্য থেকে গঠন করা হবে চূড়ান্ত একাদশ।

তরুণ টাইগারদের প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজন করা হয় একটি প্রস্তুতি ম্যাচ। ম্যাচটি ঘিরে উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচেরা। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষ থেকে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক গোলাম ফারুক চৌধুরী সুরু উপস্থিত থেকে ইয়ং টাইগারদের স্কিল ও সক্ষমতা পরখ করেন।

প্রস্তুতি ম্যাচ পরিদর্শনে বিকেলে স্টেডিয়ামে যান চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন। তার সঙ্গে ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ আবুল বাশার, মোহাম্মদ হাফিজুর রহমান, শাহনেওয়াজ রিটন, সদস্য সচিব মো. সিহাব উদ্দিন এবং ক্রীড়া সংগঠক সৈয়দ শাহাবুদ্দীন শামীমসহ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

ড. মোহাম্মদ জিয়াউদ্দীন তরুণ ক্রিকেটারদের উদ্দেশে বলেন, “শুধু ভালো খেলা নয়, মানসিকভাবে দৃঢ় ও শৃঙ্খলাবদ্ধ হওয়াটাও একজন ক্রীড়াবিদের গুরুত্বপূর্ণ গুণ। নিজেদের সর্বোচ্চটা দিয়ে চট্টগ্রামের গৌরব ধরে রাখার আহ্বান জানাই।”

উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল ইয়ং টাইগার্স কাপ অংশ নিতে চট্টগ্রাম অনুর্ধ ১৬ দল চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন