২৬ অক্টোবর ২০২৫

চুয়েট ১৮ব্যাচ’র সৌজন্যে এক্স স্টুডেন্টস ফোরাম’র উপহার সামগ্রী বিতরণ

বাংলাধারা প্রতিবেদন »

সংকোচের জন্য মধ্যবিত্তের কষ্টটা এই সময়ে অন্যদের চেয়ে বেশি। না পারে চাইতে, না পারে সইতে। তাই দেশে চলমান সাধারণ ছুটিতে কর্মবিরতিতে থাকা মধ্যবিত্তদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮ তম ব্যাচ ও সার্বিক তত্বাবধানে বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস ফোরাম।

বৃহস্পতিবার (৭ মে ) পাহাড়তলী এলাকার আশে পাশে যে সকল মানুষ রাস্তায় দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা নিতে পারে না, সেই সকল মধ্যবিত্ত পরিবারের জন্য উপহার সামগ্রী সামাজিক দূরত্ব নিশ্চিত করার সাপেক্ষে বিতরণ করা হয় ।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, চুয়েট ১৮তম ব্যাচের সদস্য ও এক্স স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক রিয়াসাত সুমন, কনক চৌধুরীসহ এক্স ফোরাম সদস্যবৃন্দ।

সার্বিক তত্বাবধানে ছিলেন নাসিম হাসান, মাহমুদ নিজাম বাবু, মাসাব্বির আহমেদ, মিল্টন দত্ত গুপ্ত, বিশ্বজিৎ দাশ, আব্দুল লতিফ, আরিফুর রহমানসহ চুয়েট ১৮ তম ব্যাচের সদস্যবৃন্দ।

এই উপহার সামগ্রী বিতরণ প্রসঙ্গে রিয়াসাত সুমন জানান, বর্তমান পরিস্থিতিতে মধ্যবিত্ত পরিবাররা অনেক কষ্টে আছেন। প্রায় অনেকেরই আয় বন্ধ রয়েছে দীর্ঘ দিন যাবত। কর্মবিরতির এ পরিস্থিতিতে মধ্যবিত্ত পরিবারগুলোর কথা বিবেচনা করে উপহার সামগ্রী বিতরণ করার এ উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য। এই কর্মসূচির সাথে জড়িত সকলকে ধন্যবাদ প্রাদান করেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন