২৬ অক্টোবর ২০২৫

চেম্বার সভাপতির আশ্বাসে ফের বিকিকিনি শুরু খাতুনগঞ্জে

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের আশ্বাসে ফের বিকিকিনি শুরু হয়েছে খাতুনগঞ্জের পেঁয়াজ, রসুন, আদার আড়তগুলোতে।

গত রোববার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ১০টি পেঁয়াজের আড়তকে জরিমানা করার পরদিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে আড়তদারেরা বিক্রি বন্ধ রেখেছিলেন।

সোমবার সারাদিন বন্ধ থাকার পর চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে বৈঠকে বসেন আড়তদারেরা। এ সময় স্থলবন্দরের সঙ্গে সংগতি রেখে সীমিত লাভে বা কমিশনে আড়তে পেঁয়াজ বিক্রি করা হলে অযৌক্তিক জরিমানা, অহেতুক হয়রানি বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন চেম্বার সভাপতি।

এ আশ্বাসের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আড়তের তালা খুলেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয় পুরোদমে বিকিকিনি।

চেম্বার সভাপতি গণমাধ্যমকে জানান, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। যেকোনো সংকটের কারণ চিহ্নিত করা গেলে সমাধান দ্রুত ও টেকসই হয়। পেঁয়াজের বাজারটা এখনো আমদানিনির্ভর। তাই স্থলবন্দর কেন্দ্রিক আমদানিকারকদের সঙ্গে আলোচনা, বাজার মনিটরিং বাড়ালেই সমস্যার সমাধান দ্রুত হবে।  

প্রসঙ্গত, রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার ও উমর ফারুকের নেতৃত্বে খাতুনগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিভিন্ন অনিয়ম ও ক্রয় ইনভয়েস না রাখায় মেসার্স বরকত ভাণ্ডারকে ১০ হাজার টাকা, মেসার্স গোপাল বাণিজ্য ভাণ্ডারকে ১০ হাজার টাকা, মেসার্স হাজী মহিউদ্দিন সওদাগরকে ১০ হাজার টাকা, মেসার্স সেকান্দার অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা, মোহাম্মাদীয়া বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা, মোহাম্মদ জালাল উদ্দীনকে ১০ হাজার টাকা, গ্রামীণ বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা, আরাফাত ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মেসার্স বাগদারিক কর্পোরেশনকে ৫ হাজার টাকা ও শাহাদাত ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন