বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। কিন্তু এ নিয়ে যেন ভ্রুক্ষেপই নেই চট্টগ্রাম সিটি করপোরেশনের। গত ২৪ ঘন্টায়ও নগরীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৫২ জন। এইদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্ণ চৌধুরী নামে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বেসরকারি হাসপাতালে ২১ এবং সরকারি হাসপাতালে ৩১ জন চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শিশুটি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।
এদিকে, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয় মোট ৩ হাজার ৬৫ জন। তাদের মধ্যে শুধু অক্টোবর মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের। আর আক্রান্তদের মধ্যে ২ হাজার ২৬০ জন নগরের এবং ৮০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৩৮ জন, নারী ৭৮৬ জন ও শিশু ৭৪১ জন।













