চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সী-বিচ এলাকা থেকে দুই চোরাকারবারীকে আটক করেছে র্যাব। এসময় চোরাইকৃত ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ডিজেল ও মবিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো—মো.সুলাইমান (২৯) ও মো. নেজাম (২৪)।
বুধবার (৬ ডিসেম্বর) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে সী-বিচ এলাকায় একটি বসতঘর থেকে চোরাই ডিজেল এবং মবিলসহ ২ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের দেখানো মতে হেফাজতে থাকা অবৈধভাবে সংগ্রহকৃত ৩৩টি প্লাস্টিকের জারিকেনে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল এবং ৭টি জারিকেনে ২৮০ লিটার মবিল পাওয়া যায়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অভ্যাসগতভাবে অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ, জ্বালানি বহনকারী লরি থেকে অকটেন, ডিজেল ও মবিল সংগ্রহ করে। পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।