৬ নভেম্বর ২০২৫

চোলাই মদসহ দুই কারবারি ধরা হাটহাজারীতে

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুলিশের অভিযানে ১’শ লিটার দেশীয় চোলাইমদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ব্রাহ্মণ পাড়া গেইট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকার বাবুল সরদারের বাড়ীর মৃত হৃদয় দাশের পুত্র সজল দাস (৪২) এবং একই এলাকার আদিনাথ দে’র পুত্র জুয়েল দে (৩০)। এর মধ্যে সজল ৯ মামলার পলাতক আসামি।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, আটক দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ