২৩ অক্টোবর ২০২৫

চ্যানেল আইয়ের সাংবাদিক ইসমাইল হাসানের পিতার মৃত্যু

চ্যানেল আই টেলিভিশনের বান্দরবানের স্টাফ রিপোর্টার মো. ইসমাইল হাসানের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসান উল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় বান্দরবানের আলীকদম উপজেলায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

হাসান উল্লাহ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ১১টায় আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণী চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়া অনলাইন গণমাধ্যম বাংলাধারা কর্তৃপক্ষ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং সাংবাদিক মো. ইসমাইল হাসান ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন