২৭ অক্টোবর ২০২৫

ছাত্রলীগের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে পড়ালেখা : তপু

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকালে মিরসরাই কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানবীর হোসেন চৌধুরী তপু।

মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল নাহিদ ও মিরসরাই কলেজ ছাত্রলীগ নেতা সরোয়ার জামান সিফাতের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাইমুল হাসান রাকিব, প্রচার সম্পাদক এসএম নেওয়াজ চৌধুরী, উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এমরান হোসেন আরিফ, মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, আরিফুর রহমান, মিথুন শর্মা, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়ন, মিরসরাই কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য জাহেদ হাসান সাকিল, কলেজ ছাত্রলীগে কর্মী মেহেদি হাসান শিফন, ইমাম হোসেন রাহাত প্রমুখ।

এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন পৌরসভা, কলেজ ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু বলেন, মিরসরাই কলেজের ফলাফল খুবই হতাশা জনক। ছাত্রলীগের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে পড়ালেখা। রাজনীতি করতে হলে অবশ্যই পড়ালেখা করতে হবে। ট্রেস্ট পরীক্ষায় যদি ভালো ফলাফল না হয় কোন ছাত্রলীগের নেতাকে ট্রেস্টে এলাউ দেওয়া হবে না। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের (মিরসরাই অর্থনৈতিক অঞ্চল) কাজ দ্রুত এগিয়ে চলছে। পড়ালেখা ছাড়া কারো চাকরি হবে না।

তপু আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা কর্মী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে ছাত্রলীগ যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, অন্য কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এভাবে দাঁড়াইনি। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাড়াচ্ছে ছাত্রলীগ।

আরও পড়ুন