২৯ অক্টোবর ২০২৫

ছাত্রলীগ নেতাকে মারধর, বিক্ষোভে অচল চবি

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও সাবেক নেতা মোহাম্মদ রাশেদকে মারধরের প্রতিবাদে নেতাকর্মীদের অবরোধে অচল হয়ে পড়েছে ক্যাম্পাস। আন্দোলনকারীদের বাধার মুখে শাটল, শিক্ষক বাসের পাশাপাশি বন্ধ রয়েছে ক্যাম্পাসে রিকশা ও সিএনজি চলাচলও। এতে পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিভিন্ন বিভাগ।

জানা যায়, মঙ্গলবার (৩১ মে) রাত ৩ টার দিকে এক নম্বর গেট থেকে মোটরসাইকেল যোগে ক্যাম্পাসে আসার পথে মাজার গেট এলাকায় স্থানীয় যুবলীগ নেতা হানিফের অনুসারী গ্রুফের ৭/৮ জন কর্মী মোটরসাইকেলের গতিরোধ করে তাদের মারধর করে। এসময় তাদের মোটরসাইকেল ভাংচুর করা হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর পরেই রাত সাড়ে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে দিয়ে আন্দোলন করে ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা। ক্যাম্পাস থেকে শিক্ষকদের কোনো বাস শহরে যেতে দেয়া হয়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ চায় তারা— যাতে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

বুধবার (১ জুন) সকাল ৭টায় দুই নাম্বার গেট ফটকও আটকে দেয় তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে ষোলশহর স্টেশনে এসে পৌঁছালে সেখানে শাটল ট্রেনও আটকে দেয় নেতাকর্মীরা।

শিক্ষার্থীরা স্টেশনে এসে দীর্ঘ সময় অপেক্ষার পরেও ট্রেন না পেয়ে ক্লাসে আসা নিয়ে আশঙ্কা প্রকাশ করে। ষোলশহর স্টেশনের সহকারী মাস্টার তন্ময় মজুমদার বলেন, ক্যাম্পাসের ঝামেলার কারণে ট্রেন বন্ধ। আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া ট্রেন ছাড়তে পারছি না।

অবরোধকারী ভিএক্স গ্রুপের এক কর্মী বলেন, আমাদের সিনিয়র দুই নেতাকে মারধর করেছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছি।

ক্লাস স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, ক্যাম্পাস থেকে শিক্ষকদের কোনো বাস শহরে যেতে পারেনি। বন্ধ শাটল ট্রেনও। শিক্ষক-শিক্ষার্থী না আসায় পূর্বনির্ধারিত ক্লাস-পরীক্ষা হবে না। যদি স্ব-স্ব বিভাগ কর্তৃপক্ষ যদি মনে করে ক্লাস-পরীক্ষা নেয়া সম্ভব হবে, তাহলে ক্লাস-পরীক্ষা নিতে পারবে।

আরও পড়ুন