বাংলাধারা প্রতিবেদন »
চকরিয়ায় জায়গা সম্পত্তি সম্পর্কিত বিষয়ে প্রকাশ্য দিবালোকে সাবেক এমইএস কলেজ ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন নোবেল হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) নাসিন উদ্দিন নোবেলের ভাই মামুনুর রশীদ বাদী হয়ে কক্সবাজারের চকরিয়া থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. খলিল উল্লাহ চৌধুরীকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখপূর্বক আরও অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়।
অন্যদিকে একই দিন সকালে এজাহারভুক্ত তিন আসামিকে চট্টগ্রামের একটি বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে। তারা হলেন- চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের দিয়ারচর গ্রামের মো. ইউনুছের ছেলে নুরুল আলম (১৯), একই ইউনিয়নের বেতুয়ারকুল গ্রামের বশির আহমদের ছেলে রিয়াজুল ইসলাম (১৯) ও নাদির হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৩৮)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
প্রসঙ্গত, ১৭ আগস্ট বিকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক এই ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। বিকাল চার টার সময় উপজেলার পুর্ব-বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তার নিজস্ব ফেসবুক পেইজে একটি দীর্ঘ স্ট্যাটাস পোস্ট করেন। সেখানে তিনি বলেন-
“আমি কক্সবাজারের প্রশাসনের সাথে কথা বলেছি, অনুরোধ জানিয়েছি কঠোর ব্যবস্থা নেয়ার জন্য। এই হত্যাকান্ড পরিকল্পিত, একজন সম্ভাবনাময় তরুণকে এভাবে হত্যার উদ্দেশ্য খতিয়ে দেখতে হবে।
নোবেল হত্যার বিচার চাই, খুনীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই।
এই খুনীদের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেয়া যাবে না।”
আরও পড়ুন : নোবেলের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ব্যারিস্টার নওফেলের
বাংলাধারা/এফএস/এআই













