২৪ অক্টোবর ২০২৫

ছিনতাই-ডাকাতি করে অস্ত্রসহ পুলিশের জালে

চট্টগ্রাম নগরের আকবর শাহ্ থানা এলাকায় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে শটগানের কার্তুজ, চাইনিজ কুড়াল ও ছুরিসহ দেশে তৈরি অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন– রবিউল ইসলাম, আবদুল হামিদ, মো. ইউসুফ, গোলাম রব্বানি ও মো. সুমন।

সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আকবর শাহ্ লতিফপুর সোনামিয়া রেলগেট এলাকায় তারা ধরা পড়েন। দীর্ঘদিন ধরে স্থানীয় মীরপুর ও শাপলা আবাসিকসহ আশপাশের এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল চক্রটি।

আকবর শাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছে।’

আরও পড়ুন