পবিত্র ঈদ-উল-ফিতর ও নববর্ষের টানা পাঁচদিনের সরকারি ছুটি কাটিয়ে সোমবার থেকে খুলছে ব্যাংক, পুঁজিবাজার ও অফিস আদালত।
গত ১১ এপ্রিল রোজার ঈদের তারিখ র্নিধারণ হওয়ার পর ১০ থেকে ১২ এপ্রিল ছিল ঈদের ছুটি। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির পর ১৪ এপ্রিলে পহেলা বৈশাখের ছুটি।
সোমবার (১৫ এপ্রিল) থেকে আগের নিয়মে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত।
রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সোমবার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। উচ্চ আদালত ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও সোমবার থেকে রোজার আগের সময় ধরে চলবে।













