বাংলাধারা প্রতিবেদক»
পটিয়ায় উপজেলায় ছেলের গুলিতে মা জেসমিন আক্তার নিহতের ঘটনায় ছেলে মাঈনুদ্দিন মোহাম্মদ মাঈনুকে আটক করেছে র্যাব-৭। এসময় হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত জেসমিন আক্তার পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘চট্টগ্রামের পটিয়ার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী নিজ সন্তানের গুলিতে নিহতের ঘটনায় হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি বলেন, ‘এ বিষয়ে আজ দুপুর দেড়টায় র্যাব-৭ এর সিপিসি৩, চান্দগাঁও ক্যাম্পে প্রেস ব্রিফিং করে জানাবেন র্যাবের অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ।’
এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে পটিয়ায় পৌরসভার নিজ বাড়িতে ছেলে মাঈনুর গুলিতে তার মা, পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার (৫০) নিহত হয়।
ওইদিন রাতেই পটিয়া থানায় ঘাতক মাঈনুকে একমাত্র আসামি করে বোন শায়লা শারমিন নিপা বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন।
বাংলাধারা/আরএইচআর













