২৪ অক্টোবর ২০২৫

ছেলের বিয়ের আসর থেকে কারাগারে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার

চট্টগ্রামের ফটিকছড়ির আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 

রবিবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই।

২০২৩ সালের ৪ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ওই বছরের ২৩ সেপ্টেম্বর তাফহীমুল বাদী হয়ে ৭৩৫ জনের নাম উল্লেখসহ ১,২০০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেন। ফখরুল আনোয়ার এই মামলার ১০ নম্বর আসামি।

রবিবার দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে ফটিকছড়ির সাবেক দুই সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী ও খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত আছেন, এমন খবরে শতাধিক তরুণ সেখানে ঢুকে বিক্ষোভ করেন।

তারা ফখরুল আনোয়ারকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। পরে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং কোতোয়ালী থানার মামলায় গ্রেপ্তার দেখায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ফটিকছড়ি থানায় দায়ের হওয়া আরেকটি মামলাতেও ফখরুল আনোয়ার এজাহারভুক্ত আসামি ছিলেন।

আরও পড়ুন