বাংলাধারা ডেস্ক »
লোহাগাড়ায় অভাব-অনটনের কারণে ছেলের সঙ্গে ঝগড়া করে নিজঘরে গলায় ফাঁস দিয়ে রোকসানা আকতার (৩২) নামে এক নারী আত্মহত্যা করেছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে ইউনিয়নের বাহাদুর শাহ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রোকসানা কলাউজান ইউনিয়নের আল আমিনের স্ত্রী।
রোকসানার ছোটভাই মোকতার হোসেন গণমাধ্যমকে বলেন, পারিবারিক বিষয় নিয়ে বোনের সঙ্গে তার ছেলের ঝগড়া-বিবাদ চলছে। যে কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। আমরা অনেক বুঝিয়ে ঠিক করি। পরে তারা আবারও ঝগড়া করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, মরদেহ উদ্ধার করে করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর আগে অভাব-অনটনের কারণে ছেলের সঙ্গে ঝগড়া বিবাদে হয়েছে।













