২৩ অক্টোবর ২০২৫

ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না পাঁচ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার জেরে দায়ের হওয়া পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, পৃথকভাবে মামলার তদন্ত কর্মকর্তারা তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

জানা গেছে, গত বছরের জুলাই ও আগস্ট মাসে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় পাঁচজন নিহত হন—তারা হলেন হৃদয় চন্দ্র তরুয়া, মো. মাহিন, তানভীর সিদ্দিকী, শহীদুল ইসলাম ও ফজলে রাব্বি। এ ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক পাঁচটি হত্যা মামলা হয়।

তদন্তে উঠে আসে, এসব হত্যাকাণ্ডে লোকজন ও অস্ত্র সরবরাহে তামান্নার সম্পৃক্ততা রয়েছে। এ কারণে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

গত ১৫ মার্চ ঢাকায় অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সামাজিক মাধ্যমে লাইভে এসে স্বামীকে মুক্ত করতে অর্থ খরচের হুমকি দেন তামান্না। এরপর ৩০ মার্চ নগরের বাকলিয়া থানার অ্যাক্সেস রোডে একটি প্রাইভেটকারে গুলিতে দুইজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাজ্জাদ ও তামান্না দুজনকেই আসামি করা হয়।

এরপর ১০ মে দিবাগত রাতে চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তামান্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন