২৩ অক্টোবর ২০২৫

জঙ্গল সলিমপুরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় এখন টেলিভিশনের চট্টগ্রাম প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরাপার্সন মো. পারভেজ রহমান আহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) সকালে জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে জিয়াদ ও পারভেজ জঙ্গল সলিমপুর এলাকায় তথ্য সংগ্রহে যান। সেখানে পৌঁছামাত্রই স্থানীয় কিছু সন্ত্রাসী হঠাৎ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সাংবাদিকদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব বলেন,

“টিসিজেএ নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ও এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মো. পারভেজ রহমান এবং চট্টগ্রাম অফিস প্রধান হোসেন আহমেদ জিয়াদের ওপর জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।”

সাংবাদিক নেতারা বলেন, বারবার সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সংবাদপেশার নিরাপত্তা ও স্বাধীনতার ওপর হুমকি তৈরি করছে। তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।

আরও পড়ুন