২৯ অক্টোবর ২০২৫

জঙ্গিবাদ দমনের পর এবার মাদকের বিরুদ্ধে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদন »

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সফলতার পর এবার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সরকার। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনটি ধাপে এই কাজ করছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পতেঙ্গা র‌্যাব-৭ সদর দফতরে মাদক ধ্বংস ও মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র‍্যাবের ডিজি বেনজির আহমেদ।

আলোচনা সভা শেষে ২০১৫ সালে চট্টগ্রাম বন্দর থেকে আটক হওয়া দেশের সবচেয়ে বড় কোকেনের চালানের মাদকগুলো আদালতের নির্দেশে ধ্বংস করেন স্বরাস্ট্রমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, মো. হাবিবুর রহমান এমপি, মো. ফরিদুল হক খান এমপি, পীর ফজলুর রহমান এমপি, চট্টগ্রাম-১১ আসনের এমপি এম আবদুল লতিফ, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

অনুষ্ঠানে পতেঙ্গা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী, মাদক ও জঙ্গিবাদ বিরোধী বই বিতরণ করেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন