বাংলাধারা প্রতিবেদন »
জঙ্গীবাদ আর ইসলাম দুটি সাংঘর্ষিক বিষয়, তাই জঙ্গীবাদের সাথে শান্তির ধর্মকে মিলিয়ে ফেলা ধর্ম ও দেশ বিরোধী কর্মকান্ডের সামিল। এমন কর্মকান্ডের ব্যাপারে তাই কোমলমতি শিক্ষার্থীদের সর্বদা সতর্ক থাকতে হবে।
সোমবার সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আয়োজনে জঙ্গিবাদ বিরোধী আলেম ওলামা শিক্ষার্থী সমাবেশে এসব আহ্বান জানান বক্তারা।
মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, ৬নং ওয়ার্ড, পূর্ব ষোলশহর, চান্দগাঁওয়ে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। এতে সভাপতিত্ব করেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী।
সমাবেশে মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থীকে জঙ্গীবাদ বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। পরে শিক্ষার্থী ও মাদ্রাসার আলেম ওলামাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদ্রাসার আলেম মাওলানা ফোরকান আলী বলেন, কোনোমতেই যেন কোমলমতি শিক্ষার্থীদের মনে সন্ত্রাস-জঙ্গিবাদ গেঁথে না যায়, তাই সে ব্যাপারে সবারই সজাগ থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বোঝাতে হবে আমরা শান্তিপ্রিয় জাতি আমরা শান্তি চাই। সন্ত্রাস এবং জঙ্গিবাদের পথ কখনো ইসলামের পথ হতে পারে না। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশব্যাপী জনমত গড়ে তোলা এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।
সমাবেশে সমকাল চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র সাব এডিটর নাছির উদ্দীন হায়দার বলেন, মসজিদের ইমাম ও আলেম সমাজের প্রতি মানুষদের শ্রদ্ধা অনেক। আলেম সমাজ বিভক্ত না হয়ে এক সুরে জঙ্গিবাদ বিরোধী প্রচার চালায় তাহলে এই সমস্যা নিরসনে কাজ দিবে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা ছাড়া উপায় নেই।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, জঙ্গিবাদ রুখতে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সততা, নিষ্ঠা, মানবিকতা ও পরিপূর্ণ দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মাধ্যমে নির্মিত হবে আগামীর বাংলাদেশের অগ্রগতির চাকা। তাই সবার আগে জাতির মেরুদন্ড কোমলমতি শিক্ষার্থীদের মধ্য থেকে আসতে হবে সচেতনতা আর জঙ্গীবিরোধী মনোভাবের জোয়ার।
অলোচক হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবদুর রহমান ওসি -তদন্ত চান্দগাও থানা, এম আশরাফুল আলম (কাউন্সিলর ৬নং ওয়ার্ড, নাছির উদ্দীন হায়দার সাব এডিটর দৈনিক সমকাল, উক্ত সংগঠন এর যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী ,যুগ্ম সমন্বয়ক ডাঃ হোসেন আহম্মদ, আহম্মদ, মাওলানা রবিউল আলম সিদ্দিকী,সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় ধর্ম উপ কমিটি, জনাব শামসুল আলম, সভাপতি ৬নং ওয়ার্ড পূর্ব ষোলশহর, বাংলাদেশ আওয়ামীলীগ, ফোরকান আলী, মুহাম্মদ শরাফত হোছাইন,মুহাম্মদ নুরুল হোসাইন, মুহাম্মদ কোরবান আলী, মাওলানা সরওয়ার কামাল সাহেব এবংহাফেজ এহসানুল হক, যুন্ম সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু উলামা পরিষদ।
বাংলাধারা/এফএস/এমআর













