২৯ অক্টোবর ২০২৫

জট নিরসনে সাড়ে ২১ হাজার কন্টেইনার অফডকে স্থানান্তর

বাংলাধারা প্রতিবেদন »  

বন্দরের কনটেইনার জট নিরসনে অফডকগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। ইতোমধ্যে বন্দরের প্রায় সাড়ে ২১ হাজার কনটেইনার অফডকে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুরে অফডক মালিকদের সংগঠন বিকডার সচিব রুহুল আমিন সিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ এপ্রিল থেকে এ পর্যন্ত সাড়ে ২১ হাজার টিইইউ’স (২০ ফুট দীর্ঘ একক) কনটেইনার বন্দর থেকে অফডকে আনা হয়েছে। অবশ্য আমরা তখন হিসাব করে বন্দরকে জানিয়েছিলাম নির্ধারিত ৩৮ পণ্যের বাইরে অফডকগুলোতে ১৮ হাজার ৭৭৫ টিইইউ’স কনটেইনার রাখার সুযোগ আছে। বর্তমানে আমাদের হিসাবে আরও সাড়ে ১৫ হাজার কনটেইনার আনতে পারবো আমরা। আমাদের লক্ষ্য দেশের অর্থনীতির স্বার্থে বন্দরের কনটেইনার জট নিরসনে অফডকগুলোর সর্বোচ্চ ব্যবহার করা।

তিনি আরও বলেন, সব পণ্য অফডকে খালাসের অনুমতি পাওয়ার আগে করোনাভাইরাসের সাধারণ ছুটির সময় যেখানে আমাদের ডেলিভারি ৩০০-৪০০ টিইইউ’স হতো এখন তা বেড়ে গড়ে ১ হাজারে উন্নীত হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন