২৫ অক্টোবর ২০২৫

জনদুর্ভোগ নিরসনে নগরীর নয় স্পটে চলছে সড়ক মেরামত

বাংলাধারা প্রতিবেদন »  

নগরবাসীর চলাচল ও যাতায়াতের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ে উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। তারই ধারাবাহিকতায় চসিকের প্রকৌশল বিভাগ নয়টি স্পটে মেরামত কাজ শুরু করেছে।

রোববার (৯ আগস্ট) সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোর মেরামতের কাজ চলছে।

জানা গেছে, নগরীর জাকির হোসেন রোডের ওমেন কলেজ মোড়, দেওয়ানহাট ব্রীজ, নন্দনকানন বোস ব্রাদাস মোড়, সদরঘাট মেমন হাসপাতাল মোড় সড়ক, মুরাদপুর সি ডি এ এভিনিউ, এফআইডিসি রোড, সল্টগোলা ক্রসিং, হালিশহর ও একে খান মোড়ে সড়ক মেরামতের কাজ শুরু হয়।

চসিকের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, সড়কে গর্তের কারণে যানবাহন আটকে যাচ্ছে, মানুষ দুর্ভোগে পড়ছেন। দ্রুত সময়ের মধ্যে সড়কগুলোর মেরামতের কাজ শেষ করা হবে।

এর আগে গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে চিটাগাং জার্নালিস্ট ফোরাম (সিজেএফ) আয়োজিত মিট দ্য প্রেসে সুজন বলেন, চট্টগ্রামে এখন যেসব সমস্যা আছে সেটি আশা করছি আগামী এক বছরের মধ্যে সব নিরসন হবে।

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, জলাবদ্ধতা চট্টগ্রামের একার সমস্যা না, এটা পুরো দেশের সমস্যা। নদী ও সমুদ্রের প্রাকৃতিক শহর হওয়ায় এখানে জলাবদ্ধতা হয়। এ জলাবদ্ধতা দূরীকরণে নতুন প্রকল্প নেওয়া হয়েছে, কাজ চলছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন