৯ নভেম্বর ২০২৫

জনপ্রিয়তা বাড়ায় অন্যদলের লোকজন আ.লীগে আসতে চায় : স্বপন

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজারকে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ৭ ডিসেম্বরের জনসভাকে কক্সবাজারের ইতিহাসের সবচেয়ে বড় জনসভায় রূপান্তর করা দরকার। জনসভায় লোক আসাটা লক্ষ্য নয়; এটাকে ক্যাম্পিং হিসেবে ধরে জেলার প্রতিনিটি ঘরে প্রধানমন্ত্রীর দাওয়াত পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ায় অন্যদলের লোকজন আমাদের দলে আসতে চায়। জেলার প্রতিটি ঘরে দাওয়াত কার্ড পৌঁছালে- অন্যদলের লোকজনের জনসভায় আসাটা সহজ হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এসব কথা বলেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর জনসভার দাওয়াত কার্ড যাবে জাতীয়পার্টি, বিএনপি ও অন্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নামেও। তবে, জামায়াত নেতা-কর্মীকে দাওয়াত কার্ড না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে আগামীতেও জেলার আসনগুলোতে আওয়ামী লীগের জয় নিশ্চিত করা জরুরী। এখন থেকে সবাইকে সেভাবে কাজ করতে হবে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

উপস্থিত ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়ার জাফর আলম, টেকনাফ উখিয়ার সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ আওয়ামী লীগের জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ।

সভায় জনসভা সফলভাবে বাস্তবায়ন করতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইনসহ সহযোগী সংগঠনের প্রধানগণ। এসময় গুরুত্বপূর্ণ দিকনিদের্শনা দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ