বাংলাধারা প্রতিবেদন »
করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম হতে পারে এমন স্থানে সামাজিক অনুষ্ঠান স্থগিত রাখতে বলা হয়েছে। ১৯ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নগরীর বিভিন্ন হোটেল, ক্লাব ও কমিউনিটি সেন্টারের মালিকদেরকে সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিং নেওয়ার বিষয়ে সিএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সার্কিট হাউসে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা সংক্রান্ত বিভাগীয় কমিটির সভায় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বলেন, শুধু নিজে সচেতন হলে হবে না। জনসমাগম এড়িয়ে চলতে হবে। চট্টগ্রামে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হয়। এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
বাংলাধারা/এফএস/টিএম













