বাংলাধারা প্রতিবেদন»
ফুটপাতে মালামাল রেখে জনসাধারনের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই দোকান মালিককে জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ সেপ্টেবর) নগরীর কোতোয়ালী থানাধীন বাটালী রোডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ফুটপাতে অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। একই অভিযানে ফুটপাতে মালামাল রেখে জনসাধারনের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই দোকান মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন।
বাংলাধারা/এফএস/এফএস













