২৪ অক্টোবর ২০২৫

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশ সেরার পুরস্কার পেলো আনোয়ারা উপজেলা

আনোয়ারা প্রতিনিধি»

দেশে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। দিবসটিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলার পুরস্কার নিয়ে জাতীয়ভাবে চমক দেখালো আনোয়ারা উপজেলা। বুধবার আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদের হাতে এ পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার বেলা সাড়ে ১১টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর। ওই অনুষ্ঠানে দেশসেরার স্বীকৃতিস্বরূপ আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এদিকে, একই অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের সেরা হিসেবে জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ ও পুরস্কার পায়। সারাদেশে নয়টি ইউনিয়ন পরিষদ ওই পুরস্কার লাভ করে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মো. কামাল হোসেন ও ইউনিসেফের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টিভ ভিরা মেনডোনকা প্রমূখ।

জানা যায়, একই কার্যক্রমে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ চট্টগ্রাম জেলায় আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহন করেন।

সূত্রে জানা যায়, প্রথমবারের মতো জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত করা হয়েছে আনোয়ারা উপজেলাকে। সুনির্দিষ্ট লক্ষমাত্রা অর্জনে সফল হওয়ায় পুরস্কার গ্রহণের জন্য গত শুক্রবার স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুস্কাকিম বিল্লাহ ফারুকীর পাঠানো চিঠিতে আনোয়ারাকে দেশসেরার ওই ঘোষণা দেওয়া হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে সফল করবার জন্য আমরা দক্ষ টিমওয়ার্ক গঠন করি আর অত্যন্ত দক্ষতার সাথে কাজগুলো সম্পন্ন করি। এ কাজে ইউনিয়ন পরিষদের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কর্মীদের সীমাহীন পরিশ্রমের ফলে আমরা সেরা হই। আগামীতেও আমরা এ ধারা ধরে রাখতে চেষ্টা করবো।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন