২৫ অক্টোবর ২০২৫

জবরদখল রদ করতে যাওয়া বনকর্মীদের উপর দুর্বৃত্ত হামলা : আহত-১০

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালার ভিআইপি পাহাড়ের দখল উচ্ছেদ করতে দুর্বৃত্ত হামলার শিকার হয়েছেন ১০ বন কর্মকর্তা-কর্মচারী। শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৭টায় রামুর জোয়ারিয়ানালার পূর্ব জোয়ারিয়ানালা ভিআইপি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ আবদুল জব্বার, কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আতা এলাহী, জয়নাল আবেদিন, জোয়ারিয়ানালা রেঞ্জের বন প্রহরী বাসুদেব বনিক, বাগান মালী অসিত কুমার সরকারসহ দশজন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একে আতা এলাহী বলেন, জোয়ারিয়ানালার কিছু ভূমিদস্যু বন বিভাগের জায়গা দখল করে মুরগির ফার্ম করতে ঘর করছিল। খবর পেয়ে শনিবার ভোরে বন বিভাগের লোকজন তাদের বাঁধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে বনকর্মকর্তাসহ কয়েকজন বনকর্মীর ওপর হামলা করে। এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে ডিএফও, ইউএনও এবং পুলিশ ঘটনাস্থলে যান।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, চিকিৎসা কার্যক্রম শেষ করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন