বাংলাধারা ডেস্ক »
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে র্যাব সদস্যদের মারধরের প্রতিবাদে পুরান ঢাকায় সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৫ সেপ্টেম্বর) ৯টায় মারধরকারী র্যাব সদস্যদের বিচারের দাবিতে রায়সাহেব বাজার মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পুরান ঢাকার গুলিস্তান থেকে সদরঘাট, যাত্রাবাড়ী, বাবুবাজারগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
আন্দোলনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষার্থীদের পরিবহনকারী উত্তরণ-২ বাসটি সায়েদাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ওঠার মুখে র্যার সদ্যসদের গাড়ি দাঁড়ানো থাকলে শিক্ষার্থীরা সরাতে বললে কিছু বুঝে উঠার আগেই র্যাব সদ্যসরা তাদের মারধর করে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীদের মারধর করার কারণে তারা সড়ক অবরোধ করেছে। আমরা তাদের দুপুর ১টা পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। আশা করি, এই সময়ের মধ্যে র্যাবের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ে এসে ঘটনার জন্য ক্ষমা চাইবেন।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













