আনিসুজ্জামান দুলাল »
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ অবাধে চলাচল ঠেকাতে নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ অবৈধ নাম্বারবিহীন ও নির্দেশ অমান্যকারী যানবাহন, মটর সাইকেল ও সিএনজি চালিত অটো রিক্সা জব্দ করা হয়েছে। পুরো ডাম্পিং এরিয়া জব্দকৃত গাড়িতে সয়লাব এবং অনেকদিন ধরে পড়ে থাকার ফলে গাড়িতে জমে গেছে ধুলোর আস্তরণ।
ছবিটি নগরীর সদরঘাট (ডাম্পিং) এরিয়া থেকে তোলা।













