৫ নভেম্বর ২০২৫

জব্বারের বলী খেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠিত ফাইনাল লড়াইয়ে ‘টেকনিক্যাল কারণে’ রেফারিরা তাকে বিজয়ী ঘোষণা করেন।

প্রায় আধাঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন বাঘা শরীফ ও রাশেদ বলী। একপর্যায়ে মঞ্চের দড়ি ধরে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন রাশেদ, যা প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। ফলে রেফারিরা বাঘা শরীফকে বিজয়ী ঘোষণা করেন।

চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত হয় এই বলী খেলা ও বৈশাখী মেলা। ঐতিহ্যবাহী এই খেলাটি চট্টগ্রামের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ