জমকালো আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় আয়োজিত হলো ভারতীয় শিক্ষার উপর এডুকেশন শো সিরিজ ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো-২০২৩’।
অ্যাফেয়ার্স এক্সিবিউশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড আয়োজিত এই এক্সপোতে ভারতের প্রায় ২৫টির বেশি উচ্চ র্যাঙ্কযুক্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
ভারত থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে কথা হলে তারা জানান, প্রতিবছর বাংলাদেশসহ পৃথিবীর প্রায় বেশ কিছু দেশে এই ধরনের এক্সপো আয়োজিত হয়। তবে প্রতিবারের তুলনায় এবছর অংশগ্রহণকারীর সংখ্যা অনেকটাই বেশি ছিল।
এক্সপোর শেষ দিনে ঘুরে দেখা যায়, ভারত থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঠিক কোর্স বেছে নিতে এবং ভর্তি সংক্রান্ত হালনাগাদ ও সঠিক তথ্য শেয়ার করার মাধ্যমে কাউন্সেলিং করছেন।
ভারতের চণ্ডীগড় ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি ও চট্টগ্রাম অঞ্চলের ম্যানেজার ইশরাক আদনানের সাথে কথা হলে তিনি বলেন, প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকে।
তিনি আরও বলেন, স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে অন-স্পট আবেদন করার করার সুযোগ পাচ্ছে। যোগ্যতা অনুসারে ৫০ শতাংশ থেকে শুরু করে শতভাগ মেধাভিত্তিক স্কলারশিপ অর্জনের একটি অনন্য সুযোগও রয়েছে।
স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বেশ কিছু জনপ্রিয় কোর্স—যেমন কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্লাউড কম্পিউটিং, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্টের মতো অফার করছে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— চণ্ডীগড় ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ), শারদা ইউনিভার্সিটি, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি, এসআরএম ইউনিভার্সিটি, মানব রচনা ইউনিভার্সিটি, কেআইআইটি ইউনিভার্সিটি, বিএমএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, পিডিইইউ, এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি, মোদি ইউনিভার্সিটি, এআইএমএস ব্যাঙ্গালোর, সিভি রমন বিশ্ববিদ্যালয়, আদিত্য গ্রুপ অফ ইনস্টিটিউটস, পিম্পরি চিঞ্চওয়াড় বিশ্ববিদ্যালয়।
				












