১০ নভেম্বর ২০২৫

জমজ সন্তানের মা হলেন নয়নতারা

বিনোদন ডেস্ক »

ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার খ্যাত অভিনেত্রী নয়নতারা মা হয়েছেন। একসঙ্গে দুটো সন্তান এসেছে তার কোলজুড়ে। রোববার (৯ অক্টোবর) সুখবরটি প্রকাশ্যে আনেন অভিনেত্রীর স্বামী ও নির্মাতা ভিগনেশ শিবান। দুই ছেলের চারটি পায়ের ছবি শেয়ার করেছেন তিনি।

সঙ্গে লিখেছেন, ‘নয়ন ও আমি আম্মা-আব্বা হয়ে গেলাম। দুটো ছেলে সন্তান পেয়ে আমরা ধন্য। আমাদের সব প্রার্থনা, পূর্বপুরুষদের আশীর্বাদসহ সব ভালো কিছু দুটো শিশুর মাধ্যমে আমাদের মাঝে এসেছে।’

ইনস্টা পোস্টে ছেলেদের নামও প্রকাশ করেছেন ভিগনেশ। জানালেন, দুই ছেলের নাম রেখেছেন উইর ও উলাগাম। উচ্ছ্বাস প্রকাশ করে এ নির্মাতা সবশেষে বলেছেন, ‘জীবন অনেক উজ্জ্বল এবং আরও সুন্দর। ইশ্বর দ্বিগুণ মহান।’

নয়নতারা ও ভিগনেশের এই সুখবরে উচ্ছ্বসিত তাদের ভক্তরা। সোশ্যাল হ্যান্ডেলে তারকাদ্বয়কে শুভেচ্ছার বানে ভাসাচ্ছেন তারা।

চলতি বছরের ৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন নয়নতারা ও ভিগনেশ। এর আগে তারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। বিয়ের পর সন্তান গ্রহণের আগাম কোনও ঘোষণা দেননি তারকাদ্বয়। এমনকি নয়নতারার বেবি বাম্প সংক্রান্ত কোনও চর্চাও হয়নি। ভারতীয় গণমাধ্যম বলছে, সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করেছেন তারা।

আরও পড়ুন