১০ নভেম্বর ২০২৫

জমাটবদ্ধ পানি থাকায় ভবন মালিককে জরিমানা

বাংলাধারা প্রতিবেদক »

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ অক্টোবর) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী রোজ ভ্যালী হাউজিং সোসাইটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে চসিক জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুর জানান, চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী রোজ ভ্যালী হাউজিং সোসাইটি এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাড়ির ছাদ বাগানে অভিযান পরিচালন করেন। এই সময় একটি নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিকের বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ফয়েজ লেকের বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র এলাকায় মশার ওষুধ ছিটানোর অভিযান পরিচালনা করা হয়। সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম এতে অংশ নেন ।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ