২৬ অক্টোবর ২০২৫

জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮ টায়

বাংলাধারা প্রতিবেদন »  

নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে সকাল ৮ টায় ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এই মসজিদে ঈদের মোট ৩টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৫ মে) সকাল ৮টার প্রথম এই জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব ক্বারী সাইয়েদ মাওলানা আবু তালেব মো. আলাউদ্দীন।

সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আহমেদুল হক।

মুসল্লি বেশি থাকলে সকাল সাড়ে ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের মোয়াজ্জেম হাফেজ আহমেদ রেজা।

এদিকে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায়। এতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা আনোয়ার হোসেন।

ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিম উদ্দীন জানান, সকাল পৌনে ৯টায় এই মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে পেশ ইমাম মাওলানা নুর মো. সিদ্দিকী ইমামতি করবেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন