বাংলাধারা প্রতিবেদন »
জমে উঠছে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসএএ) নির্বাচনী প্রচারণা। আগামী ৪ এপ্রিল ভোট গ্রহণ। দুইটি শক্তিশালী প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে এ নির্বাচনে। ইতিমধ্যে একটি প্যানেলের পরিচিতি সভা হয়েছে। আরেকটি প্যানেল শিগগির পরিচিতি সভা করবে বলে জানা গেছে।
সোমবার (২২ মার্চ) নগরের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি সভা। এতে ২৪ জন প্রার্থীই উপস্থিত ছিলেন। ১১ দফা ইশতেহার ঘোষণা করেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার সৈয়দ মোহাম্মদ আরিফ। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ শিপিং ব্যক্তিত্ব আতাউল করিম চৌধুরী, পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, মোহাম্মদী শিপিংয়ের পরিচালক কাজি এমডি নাইম, লিটমন্ড শিপিংয়ের পরিচালক মো. বেলায়েত হোসেন প্রমুখ।
সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, দীর্ঘ ১৭ বছর পরে একটি উৎসবমুখর পরিবেশে এ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন না হওয়ায় সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের সভায় অ্যাসোসিয়েশনের নেতৃত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সাধারণ সদস্যদের স্বার্থরক্ষায় এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সম্মিলিত পরিষদ সবসময় সাধারণ সদস্যদের স্বার্থরক্ষায় কাজ করে এসেছে। আগামী দিনেও সদস্যদের পাশে সবসময় থাকার অঙ্গীকার করছি।
চৌধুরী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন ‘শাহেদ সরওয়ার প্যানেল’ ঘোষণা করা হয়েছিল গত বৃহস্পতিবার (১৮ মার্চ)। আগ্রাবাদের বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্সে সভা করে এ প্যানেল ঘোষণা করা হয়।
বাংলাধারা/এফএস/এআর













