৩১ অক্টোবর ২০২৫

জয়শঙ্করের বাংলাদেশ সফরে গুরুত্ব পাবে তিস্তা চুক্তি

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মজবুত করতে তিন দিনের সফরে সোমবার আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

গত কয়েকমাস আগেই বিদেশমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন জয়শঙ্কর। আর সেই দায়িত্ব নেওয়ার পরেই বাংলাদেশে এটাই তার প্রথম সফর। তার সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয় নিয়ে আলোচনা হবে।

এছাড়া আগামী অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন বলে জানা গেছে। আগামী সোমবার (১৯ আগস্ট) ঢাকায় তিন দিনের সরকারি সফরে আসবেন বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, দু’দেশের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী মোমেন রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে তার এই সফর। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের মধ্যে একাধিক চুক্তিও স্বাক্ষরিত হতে পারে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনের সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর। এছাড়া তাজিকিস্তানে এক আন্তর্জাতিক সম্মেলনের পার্শ্ববৈঠকেও মিলিত হয়েছেন দুই বিদেশমন্ত্রী।

অন্যদিকে, জয়শঙ্করের সফর শেষ হতেই ভারতে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ

আরও পড়ুন