৪ নভেম্বর ২০২৫

জরাজীর্ণ শ্রেণিকক্ষ সংস্কারে ইউএনও’র উদ্যোগ

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলার মাহমুদাবাদ এলাকার ৮ নং মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে ফেলা হয়েছে ৫ বছর আগে। সব মিলিযে তিনটি রুম নিয়ে চলছে পাঠদান কার্যক্রম। কিন্তু বৃষ্টি হলেই অত্র বিদ্যালয়ের দুইটি ক্লাসরুম কর্দমাক্ত হয়ে পড়ে। সেই সাথে শিক্ষার্থীরা কেউ কেউ পা পিছলে পড়েছেনও কয়েকবার। বিদ্যালয়টির বিদ্যমান সমস্যার বিষয়ে জানতে পেরে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, সরকারের গত মেয়াদে শুধুমাত্র হাটহাজারী উপজেলাতেই ৭১ টি প্রাইমারি স্কুলের নতুন ভবনের কাজ শুরু, শেষ কিংবা চলমান রয়েছে। মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৪৯ টি। এর মধ্যে ৭১ টিতেই নতুন ভবন পাবে কিংবা পেয়েছে। প্রাইমারি শিক্ষা নিয়ে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ যেমন করছে শিক্ষকও নিয়োগ দিয়েছে হাজার হাজার। শুধু তাই না সরাসরি প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের সীমানা দেয়াল এবং গেইটও নির্মাণ করে দিচ্ছে। এক কথায় বলা যায় উন্নয়নের মহাযজ্ঞ চলছে।

তিনি আরো জানান, মাহমুদুবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে জানতে পেরে আজ সিমেন্ট বালু আর ইট নিয়ে স্কুলে হাজির হতে হয়েছে। আশা করছি আজ বা আগামীকাল কাজ শুরু করতে পারবো।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ