২৯ অক্টোবর ২০২৫

জরুরি পণ্য খালাসে সীমিত আকারে কাজ করবে কাস্টম হাউজ

বাংলাধারা প্রতিবেদন »  

জরুরি পণ্য খালাসে সাধারণ ছুটির দিনে আপাতত সীমিত আকারে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।

মঙ্গলবার (২৪ মার্চ) চট্টগ্রাম কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার কাজী মোঃ জিয়া উদ্দিন এ সিদ্ধান্তের কথা জানান।

জিয়া উদ্দিন বলেন, করোনভাইরাস মোকাবেলায় বন্দর থেকে জরুরি খাদ্য-চাল, গম, ডাল-ওষুধ, কিটস এবং অন্যান্য সরঞ্জাম নির্বাহের জন্য কাস্টম-হাউস সীমিত আকারে কাজ করবে।

তবে তিনি আগামী দুদিনের মধ্যে জরুরি ভিত্তিতে এই পণ্য চট্টগ্রাম বন্দর থেকে ছাড়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

যদিও করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে, শুল্ক কর্মকর্তারা এই জরুরি পণ্যগুলি স্রাবের জন্য কাজ চালিয়ে যাবেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক বলেছেন, বন্দরের কার্যক্রম পরিচালনার সাথে জড়িতরা শুক্র ও শনিবারের মতো জাহাজের পাইলট, নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের কর্মীসহ সাধারণ ছুটিতেও কাজ করবেন।

তারা এখনও এই বিষয়ে কোনও সুনির্দিষ্ট গাইডেন্স পাননি যোগ করেন তিনি।

দেশের আমদানি-রফতানির ৯২ শতাংশই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে। সিএন্ডএফ (ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং) এজেন্টরা চ্যাটগ্রাম কাস্টম হাউস আমদানি ও রফতানিতে শুল্কে প্রবেশের প্রায় ৭ হাজার বিল জমা দেয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন