৩০ অক্টোবর ২০২৫

জলাবদ্ধতায় আবারো নাকাল চট্টগ্রাম

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের নগরবাসীদের জলাবদ্ধতা নিয়ে অভিযোগ অনেক দিনের।প্রতি বছর বর্ষা মৌসুমকে কেন্দ্র করে নগরবাসীকে দেখানো হয় জলাবদ্ধতা মুক্ত নাগরিক জীবনের স্বপ্ন। যে স্বপ্ন কখনো বাস্তবায়িত হয় না।বরং সকালে ঘুম থেকে উঠে অফিস, স্কুল, কলেজগামী যাত্রীদের পোহাতে হয়েছে জলাবদ্ধতার দুর্ভোগ।  

শনিবার(২১ মে) ভোর থেকে সকাল ৯ টা পর্যন্ত হও্য়া ৫ মিলিমিটার বৃষ্টিপাতেই তলিয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা।হাঁটু সমান পানি ডিঙ্গিয়ে স্কুল, কলেজ অফিসে যেতে হচ্ছে মানুষদের। এই দুর্ভোগের মধ্যে যুক্ত হচ্ছে পানিয়ে ঢুবে থাকা সড়কের গর্তের কারণে সৃষ্ট ছোট-বড় সব দূর্ঘটনা।

অফিসগামী যাত্রী রাশেদ রানার আথে কথা বললে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টি হলেই জলাবদ্ধতা আর এই ভোগান্তির সাথে নতুন করে যুক্ত হয় অতিরিক্ত  ভাড়া দেওয়ার ভোগান্তি।নগরের চকবাজার, প্রবর্তক, দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ আবাসিক, চান্দগাঁও, বাকলিয়া, গোসাইলডাঙ্গা, শান্তিবাগ,  হালিশহরসহ নগরের নিচু এলাকায় কোথাও কোমর পানি আবার কোথাও হাঁটু পানি জমে আছে। এসব এলাকার কোথাও কোথাও পানি ঢুকে গাড়ী বিকল হওয়ার ঘটনা ঘটেছে। জলাবদ্ধতার কারণে নগরীর ২ নাম্বার গেট এলাকায় সৃষ্টি হয় তীব্র যানযট।

নগরবাসীর সাথে কথা বলে জানা যায়, ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে এই জলাবদ্ধতা।এবং স্থানীয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করেন।কেবলই ব্যয়বহুল প্রকল্প নিয়ে ব্যস্ত না থেকে নগরের ড্রেনেজ ব্যবস্থার উন্নতির দিকেও মনোযোগ দিতে স্থানীয় প্রশাসনকে নাগরিকগন পরামর্শ দেন।

আরও পড়ুন