তারেক মাহমুদ »
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড থেকে আওয়ামী লীগের কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আসন্ন এ নির্বাচনে ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনিত কাউন্সিলরে মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়ে অত্র ওয়ার্ডের জনসাধারণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে মোহাম্মদ সালাহউদ্দিন বাংলাধারাকে জানান, প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। আন্তরিক কৃতজ্ঞতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি। তিনি আমাকে যোগ্য মনে করেছেন এ আমার পরম পাওয়া। নির্বাচিত হলে ইনশাল্লাহ ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের মানুষের জন্য সর্বোচ্চটাই করব। আশা করছি ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের জনগণ আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখবেন।
নির্বাচিত হলে কি করবেন প্রসঙ্গে সালাহউদ্দিন বাংলাধারাকে জানান, নির্বাচনে জয়ী হলে অত্র ওয়ার্ডের সার্বিক উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়ন করবো। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। বৃষ্টি হলেই পানি জমে যায়। রাস্তার পাশের নালা- নর্দমা সম্প্রাসারণ করার মাধ্যমে এ সমস্যা সমাধানের চেষ্টা করব। পাশাপাশি তা ঠিকঠাক ভাবে মেরামতসহ এলাকায় অবস্থিত পুরাতন রাস্তাগুলোকে সংস্কার ও আধুনিকায়ন করবো।
তিনি বলেন, মাদক নির্মূলের জন্য কঠোর অবস্থানে থাকবো। যুব সমাজকে মাদক মুক্ত ও ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরি করে দিবো।
তিনি আরো বলেন, একটি সুন্দর,নান্দনিক,ও স্বাস্থ্যসম্মত এলাকা গড়ে তোলাই হবে আমার কাজ যেখানে তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করব এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। পাশাপাশি সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক নির্মূল করা, দারিদ্র্য বিমোচন, সর্বস্তরের শিক্ষার মান বৃদ্ধি করব। তাছাড়া সবার জন্য মান সম্মত স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা ও সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবস্থা (ওয়াইফাই জোন ব্যবস্থা), নিরাপদ সড়ক ব্যবস্থাসহ এলাকায় শতভাগ আলোকায়ন ব্যবস্থা করা হবে।
জানা গেছে, বিভিন্ন ধর্মীয় ও সংস্কৃতিক কর্মকাণ্ডে সাথেও তিনি জড়িত রয়েছেন। সামাজিক ও ধর্মীয় কাজে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিভিন্ন ধর্মীয় উৎসবে তাকে সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দেখা গিয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে নিয়মিত কাজ করে আসছেন তিনি।
এছাড়াও তিনি চট্টগ্রাম মহানগরের জয়ধবনি, প্রত্যয় ও শেখ রাসেল শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে মোহাম্মদ সালাহউদ্দিন দুই সন্তানের জনক । একজন সফল ও আদর্শবান জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি।
তাঁর সম্পর্কে অত্র ওয়ার্ডে দীর্ঘ ২৫ বছর যাবত বসবাসকারী ওয়াহিদ বাংলাধারাকে জানান, সালাহউদ্দিন সাহেবকে এলাকাবাসী সব সময় নানা রকম কাজে পাশে পেয়েছে। তিনি যুবকদের সাথে নিয়ে মাদক বিরোধী ও সামাজিক যেসব কর্মকাণ্ড করেন তা সত্যিই প্রশংসনীয়।
রিক্সাচালক করিম বলেন, সালাহউদ্দিন ভাই একজন ভাল মানুষ। তিনি যদি নির্বাচিত হন তার প্রতি দাবি থাকবে নালা, খাল গুলো যেন সময় মতো পরিস্কার করা হয়। নানা রোগ ছড়ায় এগুলো থেকে। আশা করি তিনি এসব দাবি পূরণ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সাদা মনের মানুষ নিয়ে দেশ গড়ার অঙ্গিকারে জনপ্রতিনিধি হিসেবে দলীয় ভাবে যাচাই-বাছাই করে তাকে মনোনয়ন প্রণয়ন করা হয়েছে। মোহাম্মদ সালাহউদ্দিন সেই প্রত্যাশা পূরণ করবেন বলেই এলাকাবাসীর বিশ্বাস।
বাংলাধারা/এফএস/টিএম













