বাংলাধারা প্রতিবেদন »
রোববার (৮ মার্চ) সকালে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জসিমের বিশ্বকলোনীস্থ বাসায় আসেন সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম। জসিমের সাথে আলাপ শেষে বের হয়ে আসার পথে সেখানে আগে থেকে জমায়েত হওয়া কয়েক’শ নেতাকর্মী তাকে ঘিরে ধরে।
এসময় জসিমের বাসার সামনের রাস্তায় ২০ মিনিট অবরুদ্ধ ছিলেন দিদার। পরে আকবর শাহ থানা পুলিশ এসে দিদারকে সেখান থেকে বের করে নিয়ে যান।
সূত্র জানায়, এসময় সাংসদ দিদারের কাছে তারা কাউন্সিলর পদে নির্বাচন ওপেন করে দেয়ার দাবি জানায়। যেকোন মূল্যে জসিমকে নির্বাচন করতে দেয়ার দাবিও জানায় তারা। এসময় তাদের অনেকে দিদারের গাড়ির সামনেও শুয়ে যায়। তাকে ঘিরে শ্লোগানও দেন তারা।
এ বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তেমন কোন ঘটনা হয়নি। এমপি সাহেব মনোনয়ন প্রত্যাহারে কাউন্সিলর জসিমের বাসায় বুঝাতে গিয়েছিলেন।
সাংসদের গাড়ির আটকানোর বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আবেগ সামলাতে না পেরেই কাউন্সিলরের সমর্থকরা রাস্তায় কিচ্ছুক্ষণের জন্য শুয়ে পড়ে। এ সময় তারা বিক্ষোভ করে জসিমের পক্ষে শ্লোগান দেন। পরে এটি ঠিক হয়ে গেছে।
বাংলাধারা/এফএস/টিএম













