বাংলাধারা প্রতিবেদন »
জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জহুর আহমেদ চৌধুরী স্ত্রী, শহীদ জননী জাহানারা বেগম এর ১ম মৃত্যু বার্ষিকী আজ। গত বছর এ দিনে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫।
বর্তমান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাহতাব উদ্দীন চৌধুরী তার সন্তান। এছাড়াও তার আরেক সন্তান সাইফুদ্দীন খালেদ মুক্তিযুদ্ধে শহীদ হন।
আজ তার ১ম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













