রাউজান প্রতিনিধি »
রাউজানে আলোচনা সভা ও নানান কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বলেন, চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে থাকায় স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এই দেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্যানেল মেয়র বশির উদ্দিন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম খান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সহ সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা সম্পাদিকা রেহেনা আফরোজ, সহ দপ্তর সম্পাদক হাছান মো. রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা সারজু মো নাছের, জিয়াউল হক রোকন, আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ।













