বাংলাধারা প্রতিবেদক »
গত ৩ মাস আগে নগরীর পাঁচলাইশ থানার জাতিসংঘ পার্কের পাশ থেকে পুঁটলিতে বাঁধা অবস্থায় উদ্ধারকৃত সেই নবজাতক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি মারা গেছে বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান।
তিনি বলেন, ‘গত ২৪ জুলাই নগরের জাতিসংঘ পার্কের পাশ থেকে পুঁটলিতে বাঁধা অবস্থায় উদ্ধারকৃত সেই অজ্ঞাতনামা নবজাতক চমেকে ভর্তি ছিল। প্রায় ৩ মাস ধরে চিকিৎসাধীন থাকলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। গতকাল (শুক্রবার) রাতে মারা যায় সেই শিশুটি।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ‘জন্মগতভাবে শিশুটির মাথা ছোট ছিল। শিশুটিকে উদ্ধারের পর আমরা নিউরো সার্জন বিভাগে রাখি। সেখানে চিকিসরত অবস্থায় ছিল।’
তিনি বলেন, ‘প্রায় অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরছিল। এই বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে খুব আশাবাদী ছিলাম। তবে গতকাল রাতে শিশুটি মারা যায়।’
এর আগে গত ২৪ জুলাই নগরীর পাঁচলাইশ থানার জাতিসংঘ পার্কের পাশেই এই নবজাতককে ফেলে চলে যায় কেউ। পার্কের পাশেই আড্ডারত থাকা তরুণদের একটি দল ওই শিশুটিকে দেখতে পায়। তারা ঘাবড়ে না গিয়ে তাৎক্ষনিক বাচ্চাটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করায় তারা। কর্তব্যরত চিকিৎসক ওই শিশুটিকে নিউরোসার্জারী বিভাগে ভর্তি করান।
বাংলাধারা/আরএইচআর