ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, “সংস্কার কমিশনের এই প্রস্তাব ভালোই লেগেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারের সুযোগ থাকায় প্রচারের মাধ্যম পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।”
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পোস্টার নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “গুজব ঠেকানোর বিষয়টিও আমাদের বিবেচনায় আছে। আমরা প্রচার-নিয়ন্ত্রণে সর্বোচ্চ কঠোরতার জন্য যেসব টুলস রয়েছে, সেগুলো আরও শক্তিশালী করবো।” তিনি আরও জানান, “বর্তমানে ২০০ ও ৫০০ টাকার জরিমানার সীমা রয়েছে, তা আরও বাড়ানোর চিন্তাভাবনা চলছে।”
ইসির আচরণ বিধির খসড়া প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে— নির্বাচনী লিফলেট বা প্রচারণাপত্রে পলিথিনের ব্যবহার এবং প্লাস্টিকের ব্যানার নিষিদ্ধ থাকবে। এছাড়াও, ট্রাক, বাস, মোটরসাইকেল, ট্রেন বা অন্য যান্ত্রিক বাহন নিয়ে মশাল মিছিল বা শোডাউন করা যাবে না। এমনকি মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও কোনো প্রার্থী শোডাউন করতে পারবেন না।
এছাড়াও, ইসি সূত্র জানায়, সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব এখনো অনুমোদন পায়নি এবং দল নিবন্ধন ও আচরণবিধি সংশ্লিষ্ট বিষয়ে শিগগিরই কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
এআরই/বাংলাধারা