প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে। তবে এখনো নির্বাচনের নির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য দেন সিইসি।
তিনি জানান, “প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকটি ছিল সৌজন্য সাক্ষাৎ। নির্বাচনের প্রসঙ্গ ওঠেছে, তবে নির্দিষ্ট করে তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রধান উপদেষ্টা ও আমি দুজনই নিরপেক্ষ, নির্বাচন নিয়ে উনার আন্তরিকতা রয়েছে।”
সিইসি আরও বলেন, “আমাদের মূল প্রস্তুতি জাতীয় নির্বাচন ঘিরেই। স্থানীয় নির্বাচন এখন আমাদের অগ্রাধিকার নয়। ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়কে সামনে রেখে পরিকল্পনা নেওয়া হয়েছে।”
সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয়। কিন্তু সব বৈঠক বা সাক্ষাতের খবর গণমাধ্যমে দেওয়া সম্ভব নয়। কোথাও গেলে জেলখানার কয়েদির মতো পদে পদে জানানো সম্ভব না।”
তিনি জানান, নির্বাচনের সময় নির্ধারণ হলে নির্বাচন কমিশন নিজেই তা জানিয়ে দেবে। এখন কমিশনের ফোকাস জাতীয় নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা।
এআরই/বাংলাধারা