আগামী জাতীয় সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নয়, ব্যালটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
সিইসি নাসির উদ্দীন বলেন, “জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ইভিএম ব্যবহারের কোনো পরিকল্পনা নেই। ব্যালট পেপারেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এর আগে সোমবার নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ জানান, ২০২৫ সালের শেষভাগ বা ২০২৬ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত।
অন্যদিকে, বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “ভোটার তালিকা সংশোধন ও প্রয়োজনীয় সংস্কারের পর ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।”
ব্যালটের মাধ্যমে নির্বাচন আয়োজনের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ভোটারদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।













